বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বিশ্বকাপের ১২তম আসরের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে । এই দলে চমক হচ্ছেন পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার আবু জায়েদ রাহি। দলে সুযোগ পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বীকে।
গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাশরাফি বিন মর্তুজা। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। বোলিং আক্রমণে পাঁচজন পেসার রাখা হয়েছে। স্পেশাল স্পিনার হিসাবে আছেন শুধু মেহেদী হাসান মিরাজ।
ইনজুরির কারণে দলে সুযোগ পাননি পেসার তাসকিন আহমেদ। শফিউল ইসলামের দলে জায়গা পাওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও শেষমেশ তিনি দলে জায়গা পাননি। কপাল পুড়েছে ওপেনার ইমরুল কায়েসের। ডিপিএলে ভালো করলেও বিশ্বকাপ দলে সুযোগ হয়নি আরেক ওপেনার এনামুল হক বিজয়ের।
এবার প্রথমবারের মতো ব্শ্বিকাপ দলে সুযোগ পেয়েছেন সাতজন ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ মিথুন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহি। বাকি আটজনের এর আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে।
দল ঘোষণার সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিশ্বকাপে আমাদের লক্ষ্য সেরা চারে থাকা। বিশ্বকাপে আমরা লম্বা সফরে যাব। সুতরাং, সেখানে ইনজুরিজনিত সমস্যা ঘটতে পারে। সেরকম পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই দলে পরিবর্তন আসবে।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘সাকিব এখন আইপিএলে খেলতে ভারতে রয়েছে। কিন্তু আমরা তাকে চিঠি দিয়েছি। আগামী ২২-২৩ এপ্রিল সে দেশে ফিরে আসবে।’
বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।
স্ট্যান্ড বাই
নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বী।
