রাজধানী ঢাকার নাম বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশের । আজ সকাল ৯টা ১৭মিনিটে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) এ ঢাকার স্কোর ছিল ১১৭। এর মানে ঢাকার বাতাসের মান ঢাকাবাসীদের মধ্যে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। কারণ একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকার অর্থ বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

ভিয়েতনামের হো চি মিন সিটি, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ১ম,২য়, ৩য় অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কি ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বর্ষাকালে ঢাকায় বাতাসের গুণগত মান সাধারণত উন্নত হয়ে থাকলেও দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে থাকাটা দুশ্চিন্তার বিষয় বলেই মনে করছেন সচেতন মহল।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031