বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি কনফেডারেশনস কাপে শুভ সূচনা করেছে । ‘বি’ গ্রুপের একমাত্র ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

সোচিতে ম্যাচের শুরু থেকেই এশিয়া চ্যাম্পিয়নদের উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি। এরই ধারাবাহিকতায় ম্যাচের পঞ্চম মিনিটে ১২ গজ দূর থেকে গোল করে দলকে এগিয়ে দেন লারস স্টিন্ডেল। তবে ৪১ মিনিটে টমাস রগিচের গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। তিন মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন অধিনায়ক জুলিয়ান ড্যাক্সলার।

বিরতি থেকে ফিরেই ম্যাচের ৪৮ মিনিটে গোরেৎস্কা গোল করলে ৩-১ এ এগিয়ে যায় জার্মানি। কিন্তু ৫৬ মিনিটে জার্মান গোলরক্ষকের ব্যর্থতায় ব্যবধান কমান টমি জুরিচ। বার্নাড লেনোর হাত ফস্কে পাওয়া বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি।

ম্যাচের ৭৫ মিনিটে সান্দ্রো ওয়াগনারের শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় জার্মানির। এরপর আর বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031