বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল । ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তৃতীয় দিনের খেলা শেষে সাবিনাদের হাতে পুরস্কারের চেক তুলে দেন বিসিবির কর্মকর্তারা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, অক্টোবরেই প্রত্যেকের নামে আলাদা চেক ইস্যু করা ছিল। কিন্তু যথাসময়ে চেক না নেওয়ার কারণে নতুন করে চেক ইস্যু করতে হয়েছে বিসিবির। ৩২ জনকে ৫১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
ফাইনালে সেরা একাদশের প্রত্যেকের জন্য দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়া, স্কোয়াডের বাকি প্রথম ৬ জনকে দেড় লাখ এবং বাকি ৬ জনকে দেওয়া হয়েছে এক লাখ টাকা করে। তাছাড়া অফিসিয়াল ও কোচদেরও দেওয়া হয়েছে ১ লাখ টাকার চেক। বাড়তি হিসেবে তিন ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও রুপনা চাকমাকে দেওয়া হয়েছে দুই লাখ টাকার চেক। সব মিলিয়ে ৩২ জনকে ৫১ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
বিসিবির বোর্ড রুমে ফুটবলার ও কোচের হাতে চেক তুলে দেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
চেক হস্তান্তরের পর জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, গত অক্টোবরে চেক ইস্যু করা হয়েছিল। ৬ মাস পার হয়ে গেছে। আমরা নতুন করে আবার চেক ইস্যু করে তাদের হাতে তুলে দিলাম। তাদের (বাফুফে) সঙ্গে একটা যোগাযোগের ঘাটতি ছিল। আমরা এটা গত বছর দিতে চেয়েছিলাম। তারা ব্যস্ত ছিলেন। আমরাও কয়েকবার যোগাযোগ করেছিলাম। কেউ সময় করতে পারেননি বলে আমরাও চেক তুলে দিতে পারিনি।
