এক চাচা বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠেছে রাজধানীর শ্যামপুরের মীরহাজিরবাগ এলাকায় দূরসম্পর্কের । মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে বুধবার দুপুরে পরীক্ষা-নীরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সেলিমকে আটক করেছে পুলিশ।
ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে আমাদের মেডিকেল প্রতিবেদক বলেন, ওই কিশোরী তার পরিবারের সঙ্গে মীরহাজিরবাগের পাইপ রোডের একটি পঞ্চম তলা বাড়ির চতুর্থ তলায় থাকে। গতকাল সন্ধ্যায় দূরসম্পর্কের চাচা সেলিম তার বাবাকে খুঁজতে বাসায় যান। তখন তার বাবা-মাকে বাসায় না পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এরপর কিশোরী ঘটনাটি তার পরিবারের সদস্যদের খুলে বললে তারা সেলিমকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কনস্টেবল ফাতেমা বেগমের সহায়তায় দুপুরে কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। পরে তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে হস্তান্তর করা হবে।
জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক ঢাকাটাইমসকে বলেন, এই কিশোরীদের পরিবার আগে সেলিমদের সঙ্গে একই স্থানে থাকত। আমরা প্রাথমিকভাবে পরীক্ষা-নীরিক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
