নিষেধাজ্ঞার ৯ মাস পর বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র স্বর্ণমন্দির বা স্বর্ণধাতু জাদি আগামী ১৬ নভেম্বর বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার রাতে বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব শেষে মতবিনিময় সভায় স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা উপঞঞা জোতমহাথেরো (উচহ্লাভান্তে) এ ঘোষণা দেন।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা দায়রা জজ শফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র ইসলাম বেবীসহ অনেকে।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, ভ্রমণপিপাসুদের কথা চিন্তা করেই পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হলে গুরুভান্তে খুলে দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, স্বর্ণমন্দিরের নিরাপত্তায় পাঁচটি সিসি ক্যামেরা বসানো হবে। এছাড়াও প্রতিষ্ঠানের পবিত্রতা এবং নিরাপত্তায় পাঁচ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

স্বর্ণমন্দিরের প্রতিনিধি বাচমং মারমা জানান, পর্যটকদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মন্দির খোলা রাখা হবে। তবে প্রার্থনার জন্য দুপুরে দুই ঘণ্টা বন্ধ থাকবে মন্দির। এ সময় কোনও পর্যটক মন্দির পরিদর্শন করতে পারবে না।

প্রসঙ্গত, মন্দিরের পবিত্রতা নষ্ট ও পর্যটকদের হাতে ভক্তদের নানাভাবে হয়রানির ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে মন্দির পরিদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031