পুলিশ ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২টি হাতবোমা, দুটি পিস্তল ও একটি শ্যুটার গাস, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ ‘জিহাদি’ বই উদ্ধার করেছে।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকালে জেলার ভাঙ্গা উপজেলা থেকে আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য নাহিদ মোল্লা ওরফে নাদিমকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে ওই রাতে সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ফরিদপুর অঞ্চলের দলনেতা ফরিদ মৃধা (৩২) ও তার সহযোগী সহিদুল ইসলাম (৩৫) ও মহসিন মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও ১২টি হাতবোমা উদ্ধার করা হয়।

পরে ফরিদ মৃধার দেয়া তথ্যমতে জেলার চরভদ্রাসন উপজেলা থেকে তার মালিকানাধীন একটি বইয়ের দোকান থেকে আরও একটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও বহু ‘জিহাদি’ বই এবং ভাঙ্গা উপজেলার নাহিদের বাড়ি থেকে আরও ১০টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
এসপি বলেন, এ ব্যাপারে সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হচ্ছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031