borka_126959_0নিরাপত্তার স্বার্থে নারীদের ইসলামিক পোশাক বোরকা নিষিদ্ধ করেছে সম্প্রতি বিশ্বে ত্রাস সৃষ্টি করা কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ নিজের ।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের নিরাপত্তা কেন্দ্রে ইরাকের উত্তরাঞ্চলের মসুলে বোরকা নিষিদ্ধ করেছে সংগঠনটি। অথচ এর আগে নারীরা পর্দা না করলে তাদের মারধোর এমনকি হত্যার মতো নির্মম পাশবিকতা দেখিয়েছে সংগঠনটি। গত শুক্রবার ইরাকের নাইভেহ-র সূত্র নিয়ে বোরকা নিষিদ্ধের খবর প্রকাশ করে ইরান ফ্রন্ট পেজ।
মসুলে তাদের কেন্দ্রে বোরকা পরিহিত নারীর প্রবেশ নিষিদ্ধ করেছে আইএস। বেশ কয়েকজন কমান্ডার মুখঢাকা এই পোশাক পরিহিত নারীর হাতে নিহত হওয়ার পর এই নিয়ম জারি করলো সংগঠনটি।
অথচ এর আগে সিরিয়া এবং ইরাকের অনেক নারীকে আইএসের ‘নৈতিকতা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ’ সদস্যদের হাতে প্রাণও দিতে হয়েছে। তাদের অপরাধ ছিল বোরকা না পরা কিংবা ইসলামিক বিধান মোতাবেক পর্দা না করা।
উল্লেখ্য, বোরকা একটি ইসলামিক পোশাক। যা মূলত নারীদের চোখ ছাড়া সারা দেহ আবৃত করে রাখে। সারা বিশে^ ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে বলে দাবি আইএসের। আইএসের অনুমোদিত নারীদের পোশাক হচ্ছে মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা কালো পোশাক। তবে মসুলের নিরাপত্তা কেন্দ্র ছাড়া আইএসের অধীনে থাকা অন্যান্য সব এলাকার নারীদের জঙ্গি সংগঠনটির নির্ধারিত ড্রেসকোড কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এদিকে ২০১৪ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার মাসজিব শহর গতমাসে এদের কবল থেকে রক্ষা পায়। সেই সময়ে অনেক নারীকেই বোরকা খুলে পুড়িয়ে ফেলতে দেখা যায়। সেই সঙ্গে একদল নারীকে দেখা যায় মুক্তি আনন্দে বোরকা খুলে এর পাশে নাচতে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031