ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএলে আজ দিনের প্রথম খেলায় এলিমিনেটর ম্যাচে মাঠে নেমেছে । ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ইতিমধ্যেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
প্রায় পুরো টুর্নামেন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ ম্যাচ রাজশাহীর কাছে হেরে নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলে তিন নম্বরে থেকে লীগ পর্ব শেষ করে চট্টগ্রাম। অন্যদিকে শেষ ম্যাচে নাজমুল হাসান শান্তর দুর্দান্ত এক সেঞ্চুরিতে খুলনার কাছে হেরে টেবিলের চার নম্বর দল হয়ে লীগ পর্ব শেষ করে ঢাকা, তাই আজ এলিমিনেটরে মুখোমুখি হতে হচ্ছে তাদের।
নিজেদের শেষ ম্যাচ হারলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে চট্টগ্রাম ও ঢাকা দু দলই। তাই আজ তাদের একাদশে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ঢাকার জন্য সুখবর হচ্ছে হাতে ১৪ সেলাই নিয়ে মাঠে নেমেছে ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
