চিটাগং ভাইকিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে । দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন স্টিয়ান ভ্যান জিল। রংপুর রাইডার্সের পক্ষে লাসিথ মালিঙ্গা ১টি, রুবেল হোসেন ১টি, নাহিদুল ইসলাম ১টি, মাশরাফি বিন মুর্তজা ১টি ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।
চিটাগং ভাইকিংস ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায়। রান আউট হয়ে ফিরে যান লুকে রঞ্চি। দলীয় ৩০ রানে মাশরাফি বিন মুর্তজার বলে লাসিথ মালিঙ্গার হাতে ক্যাচ হন এনামুল হক বিজয়। দলের রান যখন ৫৬ তখন নাহিদুল ইসলামের বলে বোল্ড হন সৌম্য সরকার।
এরপর দলীয় ১৩২ রানে রুবেল হোসেনের বলে শাহরিয়ার নাফিসের হাতে ধরা পড়েন সিকান্দার রাজা। দলীয় ১৬৫ রানে থিসারা পেরেরার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন স্টিয়ান ভ্যান জিল। ৪০ বল খেলে ৬৮ রান করেন তিনি। এই রান করার পথে তিনি তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান।
দলীয় ১৬৭ রানে রান আউট হন লুইস রিসি। ইনিংসের শেষ ওভারে লাসিথ মালিঙ্গার বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ হন নাজিবুল্লাহ জাদরান।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স ইনিংস: ১৭৬/৭ (২০ ওভার)
(লুকে রঞ্চি ১১, সৌম্য সরকার ৩০, এনামুল হক বিজয় ৭, স্টিয়ান ভ্যান জিল ৬৮, সিকান্দার রাজা ২২, নাজিবুল্লাহ জাদরান ২৫, লুইস রিসি ১, তানভীর হায়দার ৩*, আল-আমিন ১*; সোহাগ গাজী ০/৩৫, লাসিথ মালিঙ্গা ১/৩৭, মাশরাফি বিন মুর্তজা ১/২৪, নাহিদুল ইসলাম ১/৪, রুবেল হোসেন ১/৩৯, থিসারা পেরেরা ১/৩৫)।
