brazil20160609031029-700x336

 ৯ জুন : বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ছন্দে ফেরার ইঙ্গিত দেয় নেইমারহীন সেলেসাও শিবির।কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ব্রাজিল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ার পর কার্লোস দুঙ্গার দলকে নিয়ে চারদিক থেকে সমালোচনা শুরু হয়েছিল। তবে পরের ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমালোচকদের মুখ বন্ধ করলো ব্রাজিল।

ব্রাজিলের গোল উৎসবের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ফিলিপে কুতিনহো। রেনাতো অগাস্তো করেন জোড়া গোল। এছাড়া গ্যাব্রিয়েল ও লুকাস লিমা সেলেসাওদের হয়ে একটি করে গোল করেন। হাইতির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জেমস মার্কেলিন।

ফ্লোরিডার অরল্যান্ডো সিটির ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে প্রথম গোলের জন্য ব্রাজিলকে মাত্র ১৫তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফিলিপে লুইসের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন কুতিনহো।

৩০তম মিনিটে কুতিনহোর গোলেই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দানি আলভেজের পাস থেকে জোনাস অলিভিয়েরা বল পেয়ে কুতিনহোর উদ্দেশ্য বাড়ান। বক্সের ভেতর থেকে সেই বল দখলে নিয়ে গোল করতে ভুল করেননি লিভারপুলের এই মিডফিল্ডার।

ছয় মিনিট পর রেনাতোর গোলে ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। হাইতিয়ান তারকা প্লাসিডের ভুলে বল পেয়ে যান দানি আলভেজ। সম্প্রতি বার্সেলোনা থেকে জুভেন্টাসে যোগ দেয়া এই রাইট-ব্যাকের ক্রস থেকে ভেসে আসা বলে বুলেটগতির হেডে প্রতিপক্ষের জাল কাঁপান রেনাতো। কোপা আমেরিকায় ব্রাজিলের এটি ৪০০তম গোল।

বিরতির পরও গোলের জন্য আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখে ব্রাজিল। ৬০তম মিনিটে এলিয়াস মেন্ডেসের পাস থেকে পেনাল্টি বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন গ্যাব্রিয়েল।

৬৮তম মিনিটে আলভেজের ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ হেডে ব্রাজিলকে ৫-০ গোলে এগিয়ে নেন লুকাস লিমা। তিন মিনিট পর মার্কেলিনের সান্ত্বনাসূচক গোলে ব্যবধান কমায় হাইতি। কোপা আমেরিকায় হাইতির এটাই প্রথম গোল।

তবে বড় হারের লজ্জা এড়াতে পারেনি হাইতি। ৮৭তম মিনিটে রেনাতোর গোলে সেলেসাওরা ৬-১ গোলে এগিয়ে যায়। আর অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন কার্লোস সিলভার পাস থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ব্রাজিলের গোল উৎসবে সমাপ্তি টানেন কুতিনহো।

 

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031