পাঁচবারের বিশ্ব সেরা চ্যাম্পিয়নরা বিশ্বকাপের প্রীতি ম্যাচের শুরুটা দারুণ জয় দিয়ে শুরু করলো। নেইমারবিহীন এদিন রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পায় ব্রাজিল। দলের হয়ে প্রথম গোলটি করেন মিরান্দা। দ্বিতীয় এবং জয় সূচক গোলটি করেন ফিলিপে কৌতিনিয়ো ও পাওলিনিয়ো।
বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বেশ দুর্দান্ত খেলছে তিতের শীর্ষরা। বাছাইপর্ব থেকেই ফেভারিটের তকমাটা গায়ে নিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে নিজেদের স্থান করে নেয় ব্রাজিল।
শুক্রবার মস্কোয় অনুষ্ঠিত ম্যাচটির শুরুতে নিজেদের ছন্দে ফিরতে একটু সময় নেয়। তবে প্রথমার্ধের প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল নিজেদের দখলে রাখলেও গোলরক্ষককে টপকে জালে বল পাঠাতে পারেনি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণ ছন্দে ফিরে তিতের দল। ম্যাচের ৫৩তম মিনিটে দলকে প্রথম এগিয়ে নেন মিরান্দা। ডান দিক থেকে উইলিয়ানের করা শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। এর পরেই ডি-বক্সে একা বল পেয়ে জালে ঠেলে দেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা।
ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৌতিনিয়ো। তার ঠিক চার মিনিট পরেই জয় সূচক গোলটি করেন বার্সেলোনায় খেলা মিডফিল্ডার পাওলিনিয়ো। শেষের দিকে রাশিয়ার সামনে আর কোন সুযোগ তৈরি না হলে ৩-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা
