ফিফা বিশ্বকাপের ২১তম আসর আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠিত হবে । বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দলই নিজেদের ঝালাই করে নেয়ার কাজে ব্যস্ত। তারই অংশ হিসাবে অনেক দলই প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে।
আগামীকাল রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। লুঝনিকি স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। এই ম্যাচে স্বাগতিক রাশিয়া।
ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না নেইমার। রাশিয়ার বিপক্ষে ম্যাচের পর ব্রাজিলের পরবর্তী ম্যাচ জার্মানির বিপক্ষে। জার্মানির বিপক্ষেও নেইমার খেলতে পারবেন না। ব্রাজিলের বিপক্ষে খেলার পর ফ্রান্সের মুখোমুখি হবে রাশিয়া।
অন্যদিকে, শুক্রবার প্রীতি ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসরের রানার আপ দল আর্জেন্টিনা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌঁনে দুইটায়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়াম। ১৯৫৮ সালের পর এবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিবে না ইতালি। তারা বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছে।
