যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অলোক শর্মা বাংলাদেশের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের জন্য ঢাকায় এসেছেন । যুক্তরাজ্য দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনের সফরে বৃটিশ এই মন্ত্রী আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ঢাকায় পৌঁছেছেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অলোক শর্মা। এছাড়া তিনি রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা এবং সুশীল সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে অলোক শর্মাকে উদ্বৃত করে বলা হয়, ‘মন্ত্রী হিসেবে এটি আমার প্রথম ঢাকা সফর। এই সফরে আসতে পেরে আমি আনন্দিত। সন্ত্রাসবিরোধী সহযোগিতা, শিক্ষা বিষয়ে আরও যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধি ও শেভেনিং স্কলারশিপ প্রোগ্রামসহ বিভিন্ন বিষয় নিয়ে আমি এই সফরে আলোচনা করব।’
উল্লেখ্য, অলোক শর্মা ২০১০ সালে ব্রিটিশ সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৬ সালে তিনি এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মন্ত্রী র দায়িত্ব পান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি আন্তর্জাতিক আর্থিক সেবা খাতে ২০ বছর কাজ করেছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
