অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করতে ব্রিফকেস হাতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে বেলা সোয়া ১১টায় জাতীয় বাজেট উপস্থাপনের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি।

এদিন বিকেল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। এটি তার চতুর্থ বাজেট, দেশের ৫১তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। এবার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরবেন আ হ ম মুস্তফা কামাল।

আগামী অর্থবছরের বাজেটে সরকারের আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। ঘাটতি বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে কর বাবদ আয় ধরা হচ্ছে ৩ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর কর ছাড়া আয় ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা।এ ছাড়া রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আয় করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ১৮ হাজার কোটি টাকা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031