DSCচট্টগ্রাম, ০৬ মে :বব্রেস্ট ক্যান্সারবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ।

শুক্রবার সকাল ৯টায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হলে দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে, বিএমএ চট্টগ্রাম শাখা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সহযোগিতায় সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছির উদ্দিন।

এই কনফারেন্সে সারাদেশ থেকে বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সাড়ে চার শতাধিক চিকিৎসক অংশ নিচ্ছেন। এ ছাড়া দেশ-বিদেশের প্রায় ২০ জন ক্যান্সার বিশেষজ্ঞ দিনব্যাপী পৃথক সেশনে তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ বিন ইউসুপের সঞ্চালনায় প্রথম সেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ মোখলেস উদ্দিন। বক্তব্য রাখেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ, যুগ্ম সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজিত দত্ত।

চট্টগ্রামে প্রথম ব্রেস্ট ক্যান্সারবিষয়ক এই আন্তর্জাতিক কনফারেন্সে পাঁচটি সেশনে পৃথক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম শরীফুল আলম, অধ্যাপক শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ব্রি. জেনারেল মো. আজিজুল ইসলাম। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞরা সম্মেলনে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

সম্মেলনের আয়োজক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুপ রাইজিংবিডিকে বলেন, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে চট্টগ্রামে এটি প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলন বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সেবায় একটি মাইলফলক হয়ে থাকবে। ক্যান্সার চিকিৎসার আধুনিকীকরণের পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930