গতকাল (রবিবার) বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা অর্জনটি এসেছে। এদিন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ক্রিকেটে বাংলাদেশের কোনো দল এর আগে বিশ্বকাপ জিততে পারেনি।
ছোটদের এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মাশরাফি-সাকিব-মুশফিকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘বাংলাদেশ দলকে অভিনন্দন। আমার শহর থেকে আসা অভিষেক দাস এবং দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফকে শুভেচ্ছা। আকবর ইউ বিউটি। কীভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় তা তোমরা শিখিয়েছ। এটা বিশাল অর্জন। বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির জন্য এটা বড় মুহূর্ত। অনেক দূর যেতে হবে তোমাদের। আশা করি ভবিষ্যতে তোমরা আরো বড় কিছু আনবে। মুহূর্তটি উপভোগ করো তোমরা।’
বর্তমানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘চমৎকার জয়ের জন্য যুব ক্রিকেট দলকে অভিনন্দন। পুরো জাতিকে তোমরা গর্বিত করেছ। তোমরা ইতিহাস তৈরি করেছ।’
বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘দারুণ মুহূর্ত। বিশ্ব চ্যাম্পিয়ন। তোমাদের নিয়ে গর্ব হচ্ছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন।’
সাকিব আল হাসান লিখেছেন, ‘যুব টাইগাররা পারল। ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো তারা।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এতে কোনো সন্দেহ নেই যে, আমার জীবনের সেরা অর্জন বাংলাদেশের ক্রিকেটার হওয়া। ছেলেরা আমাকে গর্বিত করেছে। সুপারস্টারদের অভিনন্দন।’
তামিম ইকবাল লিখেছেন, ‘বিশ্বকাপ জেতায় তোমাদের হৃদয় নিংড়ানো অভিনন্দ। তোমরা পুরো জাতিকে গর্বিত করেছ।’
