সর্দি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সংখ্যা বাড়ছে সিলেটে । সতর্কতার অংশ হিসেবে করোনা সন্দেহের রোগি হিসেবে তাদের রাখা হচ্ছে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। তাদের সবার করোনা পরীক্ষা করা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন- রোববার পর্যন্ত ভর্তি রয়েছেন ১২ জন রোগি। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী। এর মধ্যে ৩ জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

শুক্রবার পর্যন্ত হাসপাতালে ৫ জন রোগি ভর্তি ছিলেন। শনি ও রোববার সকাল পর্যন্ত ১২ জন হয়েছেন।

তাদের অনেকের রক্ত ও মুখের লালার নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031