হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে তৈরী শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই ভবনে শ্রমিক ও ভবনটির কর্মচারীদের মধ্যে । এতে তিন জন শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এই হামলা চালায়। পরে বিজিএমই ভবনের কর্মচারীরা শ্রমিকদের ওপর পাল্টা হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর আশিয়ানা গার্মেন্টেসের ২০০/২৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিজিএমই ভবনের সামনে জড়ো হয়।
পরে তাদের সঙ্গে নির্ধারিত বৈঠক না হওয়ায় শ্রমিক নেতারা ক্ষুব্ধ হয়ে শ্রমিকদের নিয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় ভবনের ভেতর থেকে ৬/৭ জন কর্মচারী বাধা দেয়। শ্রমিকরা বাধা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। কিছুক্ষণ পর সেখান থেকে শ্রমিকরা বের হয়ে বিজিএমই ভবনের সামনের রাস্তায় একটি গাড়ীকে ধাওয়া করে ভাঙচুর করে। ঘটনার সত্যতা স্বীকার করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, বিজিএমই ভবনে সকাল থেকে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে দুপুরে তারা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে।
