বাংলাদেশ রোমাঞ্চকর জয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে । ভারতের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে যুবারা। সোমবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ।
প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় যুবারা। ৫৫তম মিনিটে জাফর ইকবালের গোলে ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ বাঁশি বাজার আগে জয়সূচক গোলটিও করেন তিনি। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়ার।
আগামী বুধবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর নেপালের বিপক্ষে খেলবে ২৫ সেপ্টেম্বর। তার দুদিন পর স্বাগতিক ভুটানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে মাহবুব হোসেন রক্সির দল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
