ভারতীয় দলের হয়ে খেলা অলরাউন্ডার ঋষি ধাওয়ন লকডাউনের মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে জরিমানার মুখে পড়লেন। হিমাচল প্রদেশে থাকেন তিনি। গাড়ি নিয়ে বেরিয়েছিলেন রাস্তায়। ওই রাজ্যে যে সময় বেরোনোর জন্য ছাড় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই, অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর একটার মধ্যেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু, তাঁর কাছে ‘ভেহিকল পাস’ ছিল না। সেই কারণেই পুলিশ আটকায় তাঁকে। ৫০০ রুপি জরিমানা হয় তাঁর। জানা গিয়েছে, ব্যাংকে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ঋষির। তিনি খেলেছিলেন তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। কিন্তু নজর কাড়তে পারেননি। তিনটি একদিনের ম্যাচে করেন ১২ রান, নেন এক উইকেট। একমাত্র টি-টোয়েন্টিতে অপরাজিত থাকেন এক রানে, নেন এক উইকেট।
এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন তিনি। তবে ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশ কম। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ ম্যাচে তিনি ৩৭০২ রান করেছেন। নিয়েছেন ৩০৮ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে করেছেন ১৭৭৭ রান, নিয়েছেন ১২৫ উইকেট। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে।
