এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে ঘোরাঘুরির সময় । মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাজেশ নামের এই ব্যক্তিকে উপজেলা সদরের চৌমুহনী বাজার থেকে আটক করা হয়। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মনজুর আলম এ তথ্য নিশ্চিত হয়েছেন।
আটকের সময় বাংলাদেশী নগদ মুদ্রা ১৪৯৩ টাকা বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম সম্বলিত পেপার কাটিংসহ কিছু কাগজপত্র পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজের নাম রাজেশ আর বাড়ি ভারতের আসাম রাজ্যে এই তথ্য ছাড়া আর কিছুই বলতে পারছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি।
