ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ও সড়ক নির্মাণের কাজ আরও দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে ।
বুধবার দেশটির পুর্বঞ্চলীয় রাজ্য আসাম থেকে প্রকাশিত দৈনিক আসাম ট্রিবিউন এই খবর দিয়েছে। ওই খবরে আরও বলা হয়, দেশটিতে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
পত্রিকার খবরে বলা হয়েছে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য সংখ্যা বাড়ানো হলেও পুরো সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অগ্রাধিকার পাবে।
ভারতীয় সরকারের উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনায় কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি একটি অন্যতম আলোচনার বিষয়। ভবিষ্যতে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সমাধানে পৌঁছানো যাবে বলেও মনে করে ভারত।
