ভারত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উদ্বেগের কথা জানিয়েছেন।

রোববার ঢাকায় নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশের পর ভারতীয় হাইকমিশনার তা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোববার টুইটারে লিখেছেন, ‘আমি ঢাকায় ভারতের হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ব্যাপারে গভীর উদ্বেগের কথা জানাতে বলেছি।’

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার ওপর ভারত খোঁজ রাখছে। ঢাকায় ভারতের হাইকমিশনার এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

জানতে চাইলে ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা রোববার রাতে বলেছেন, ‘সুষমা স্বরাজ প্রধানমন্ত্রীকে ভারতের গভীর উদ্বেগের কথা জানাতে বলেছেন। আমরা প্রধানমন্ত্রীর দফতরের মাধ্যমে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছি।’

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা করা হয় ৩০ অক্টোবর। এর পাঁচ দিন পর বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা দুই হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়। ইতিমধ্যে আটক করা হয় অর্ধশতাধিক ব্যক্তিকে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031