অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এস কে সিনহার পদত্যাগের মধ্য দিয়ে বিচার বিভাগ ‘ভারমুক্ত’ হয়েছে বলে মন্তব্য করেছে । আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, বিচার বিভাগের কোন লোক যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, নৈতিক স্খলনের সঙ্গে জড়িত থাকে তাহলে কোন মতেই তার বিচার বিভাগে থাকা উচিত নয়। প্রধান বিচারপতির পদত্যাগের মধ্য দিয়ে বিচার বিভাগ ভারমুক্ত হলো। অ্যাটর্নি জেনারেল বলেন, এখন যারা প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে নানারকম বির্তক সৃষ্টি করতে চাচ্ছেন এবং নানা রকম বক্তব্য দিচ্ছেন এগুলো অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং রাজনীতি করার খাতিরে তারা এসব কথা বলছেন। এস কে সিনহার পদত্যাগের মধ্য দিয়ে কোন ধরনের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে না উল্লেখ করে তিনি বলেন, আইনমন্ত্রী তো বলে দিয়েছেন।
যে পর্যন্ত প্রেসিডেন্ট পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ না দেবেন সে পর্যন্ত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
