পুরো দেশে আওয়ামী একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য এবং রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করার জঘন্য মনোবৃত্তি নিয়ে এখন দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে বর্তমান শাসকগোষ্ঠী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানীতে দেশবাসী এক ভীতিকর অবস্থার মধ্যে বসবাস করছে।
মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল আলমগীর বলেন, সকালে মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং থানার মেদেনী মণ্ডল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ আসবাবপত্র ভেঙে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া সন্ত্রাসীরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম গাউস, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, যুবদল নেতা আল আমিন, লুত্ফর রহমান পাবেল আহমেদ, ছাত্রনেতা এরশাদ শিকদার ইমন, বিএনপি নেতা মো. আলী এবং শ্রমিক দল নেতা শেখ ইব্রাহিম এর বাড়িঘরে হামলা, ভয়ভীতি প্রদর্শন, এলাকায় বিএনপি’র রাজনীতি না করার হুমকি এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণসহ বিএনপি নেতা সাইদুল ও ছাত্রনেতা রনিকে ব্যাপক মারধর করেছে। তিনি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
