চট্টগ্রামে হঠাৎ বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। যেন মৌসুমের শুরুতেই নগরীতে কালবৈশেখীর আভাস।
বুধবার সারাদিন ছিল কড়া রোদ আর ভ্যাপসা গরম। এর মধ্যেই হঠাৎ রাতে ৯ টারদিকে আকাশ অন্ধকার হয়ে আসে। নামে ঝুম বৃষ্টি। চট্টগ্রামে অনেক রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কমে যায় গাড়ির সংখ্যা। এতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়।
চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে আবহাওয়া অফিস বলছে, ঢাকা ও উত্তরাঞ্চলসহ সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি আগামী দুই-একদিনের মধ্যে আরও বাড়তে পারে।
