গত বৃহস্পতিবার আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষিত হয়েছে । বাজেট ঘোষণার প্রভাবে গতকাল শুক্রবার ভোগ্যপণ্যের বাজারে প্রভাব না পড়লেও গত দুই সপ্তাহের ব্যবধানে বেশকিছু পণ্যের দাম বেড়েছে। এরমধ্যে রয়েছে পেঁয়াজ, মশুর ডাল এবং চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন, সাধরণত ভোগ্যপণ্যের বাজারে বাজেটের পর পর তেমন একটা প্রভাব পড়ে না। বাজেটের চেয়েও আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির প্রভাবই সবচেয়ে বেশি পড়ে। আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণে সয়াবিন তেলের দাম বর্তমানে আকাশচুম্বি। দফায় দফায় বেড়েছে সয়াবিনের দাম। বর্তমানে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে ২০৫ টাকা।
গতকাল নগরীর কাজীর দেউড়ি এবং চেরাগী পাহাড় মোড় এলাকার খুচরা মুদি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজেট ঘোষণার দুই সপ্তাহ আগে থেকেই মোটা মশুর ডাল কেজিতে ১০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। এছাড়া চিকন মশুর ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। অন্যদিকে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। চিনি কেজিতে ২ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৮২ টাকা এবং প্যাকেজজাত গুড়ো দুধ কেজিতে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছ ৭০০ টাকায়। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল ৫ লিটার বিক্রি হচ্ছে ৯৯৭ টাকা, ৩ লিটার ৬১৫ টাকা, ২ লিটার ৪১০ টাকা এবং ১ লিটার বিক্রি হচ্ছে ২০৫ টাকায়। এছাড়া বর্তমানে নাজিরশাইল সিদ্ধ চাল কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮ টাকা, জিরাশাইল সিদ্ধ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭২ টাকা, মিনিকেট আতপ ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা, পাইজাম আতপ ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা, স্বর্ণা সিদ্ধ ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা এবং বেতি আতপ বিক্রি হচ্ছে কেজিতে ৩ টাকা বেড়ে ৫৫ টাকায়।
জানতে চাইলে নগরীর কাজীর দেউড়ির ভান্ডার স্টোরের খুচরা বিক্রেতা মো. মিজানুর রহমান বলেন, বাজেট ঘোষণার আগেই অনেকগুলো পণ্যেল দাম বেড়ে গেছে। তবে বাজেটের এখনো কোনো প্রভাব বাজারে পড়েনি।
ভোগ্যপণ্যের বাজারে ঘোষিত বাজেটের প্রভাবের বিষয়ে জানতে চাইলে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বলেন, বাজেট ঘোষিত হয়েছে বৃহস্পতিবার। আজকে (গতকাল) শুক্রবার চাক্তাই খাতুনগঞ্জের বাজার বন্ধ। বাজার খোলার পরে অবস্থা বুঝা যাবে। সাধারণত ভোগ্যপণ্যের দাম বাড়ে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে। ভোগ্যপণ্যের বাজারে তাই বাজেটের প্রভাবও খুব কম, অতীতের অভিজ্ঞতায় দেখেছি ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031