আগামী তিন মাসের জন্য ভ্যাকসিন ও অক্সিজেনের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিল ভারত সরকার । দেশে কোভিড পরিস্থিতির মারাত্মক অবস্থার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অক্সিজেন এবং অক্সিজেন উৎপাদনে প্রয়োজনীয় সরঞ্জামের ওপর থেকে স্বাস্থ্য সেসও প্রত্যাহার করা হয়েছে। নরেন্দ্র মোদি সব মন্ত্রীকেই নির্দেশ দিয়েছেন তারা যেন ভ্যাকসিন, অক্সিজেন ও জীবনদায়ী ওষুধ দ্রুত জনসাধারণের কাছে পৌঁছাতে নিজেদের মধ্যে সমন্বয় রাখেন।
ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের এই সংকটের সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ইমরান বলেন, এটি তাদের নৈতিক কর্তব্য।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
