ভ্রাম্যমাণ দোকান ডোর টু ডোর শপ ঘরে থাকা মানুষদের সুবিধার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) শুরু করেছে । সিএমপির হট লাইন ০১৪০০ ৪০০ ৪০০ নাম্বারে অথবা কোতোয়ালিবাসী কোতোয়ালী থানার নাম্বার ৬১৯৯২২ নাম্বারে ফোন করলেই পৌছে যাবে দোকান।
শনিবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন পিপিএম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিও থেকে ভ্রাম্যমাণ দোকান চালু করার উদ্যোগের কথা জানানো হয়।
৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওসি মহসিনকে মাইক হাতে ঘোষণা করতে দেখা যায়, আপনারা ঘরে থাকুন, দোকানই যাবে আপনার ঘরে। ভুল শুনেননি, বাজার করতে আপনাদের আর দোকানে যেতে হবে না। দোকানই যাবে আপনার ঘরে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
