মধুমতী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে দেয়া একটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায় ।
রবিবার উপজেলার বানা মধুমতী নদীতে সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে নদীতে স্থাপিত প্রায় ৬০০ মিটার বাঁশের একটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা, থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণ সহযোগিতা করেন।
