সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং রুপির বড় অঙ্কের নোট বাতিল করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন । তিনি সরকারের এ কর্মকাণ্ডকে কেন্দ্রীয় সরকারের বিরাট এক অব্যবস্থাপনা বলে আখ্যায়িত করেছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল রাজ্যসভায় বক্তব্য রাখেন মনমোহন সিং। তিনি নরেন্দ্র মোদির প্রতি প্রশ্ন রাখেন। নোটকে কেন্দ্র করে ৬০ থেকে ৬৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, তিনি কি এমন কোনো দেশের নাম বলতে পারেন যেখানে মানুষ তার অর্থ জমা রাখে কিন্তু সেই অর্থ তুলতে পারে না? ব্যাংক ও এটিএম বুথের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে যেসব মানুষ মারা গেছেন তাদের উল্লেখ করে তিনি এ প্রশ্ন ছুড়ে মারেন নরেন্দ্র মোদির দিকে। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, তিনি কালো টাকার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, সন্ত্রাস কমাতে নোট বাতিলকরণ সাহায্য করবে। এটাই এক্ষেত্রে ভালো উপায়। মনমোহন সিং বলেন, আমি এ যুক্তির বিরোধী নই। কিন্তু তার নীতি বাস্তবায়নে ‘মনুমেন্টাল মিসম্যানেজমেন্ট’ বা মারাত্মক রকম ভুল ব্যবস্থাপনা রয়েছে। সরকার এক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছে তাতে জনগণ আস্থা হারিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ৫০দিন অপেক্ষা করুন। কিন্তু গরিব মানুষের কাছে ৫০ দিন তো ভয়াবহ ক্ষতিকর। এক্ষেত্রে নীতি বাস্তবায়নে গঠনমূলক কিছু প্রস্তাব বা পদক্ষেপ নেয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর। তিনি আরো বলেন, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে গ্রামের মানুষজন। গ্রাম এলাকায় যেসব কো-অপারেটিভ ব্যাংকিং খাত আছে সেগুলো অচল হয়ে আছে। এতে কৃষি ও ক্ষুদ্র শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031