চাকরি হারানো ওই কর্মীর নাম রাজন দাশ। লার্ভিসাইডিংয়ের কীটনাশক ড্রেনে ফেলে দেয়ায় এবার চাকরি গেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কর্মীর।

মঙ্গলবার ডিএনসিসির তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান, এ ঘটনায় মশক নিধন কার্যক্রম সুপারভাইজিংয়ে দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সিটি করপোরেশনের সচিব বরাবরে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গত ৭ জুন ডিএসসিসির ২৫নং ওয়ার্ডের আওতাধীন লালবাগের নবাবগঞ্জ পার্কে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘বছরব্যাপী সমন্বিত মশক নিধন’ কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় লার্ভিসাইডিং কার্যক্রম সুপারভাইজ করতে মনিরুজ্জামানকে নির্দেশনা দেয়া হলেও তিনি অনুপস্থিত ছিলেন।

তার অনুপস্থিতির সুযোগে মশক শ্রমিক রাজন দাস লার্ভিসাইডিংয়ের জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে করপোরেশনের সম্পদ বিনষ্ট করেন। পরবর্তী সময়ে এ বিষয়ে করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে অভিযোগ করা হলে মেয়র অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন এবং অভিযুক্ত রাজনকে কর্মচ্যুত ও মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন।

প্রসঙ্গত, শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর মশক কর্মী রাজন ছাড়াও এখন পর্যন্ত দুজন শীর্ষ কর্মকর্তাসহ তিনজন চাকরিচ্যুত হয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রে কাউকে অনুপস্থিত পাওয়া গেলে তাদেরকে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটি মেয়র।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031