চিকুনগুনিয়া ও ডেঙ্গুর বাহক এডিস মশা ঠেকাতে নিজহাতে নালায় মশার ওষুধ ছিটালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার বিকেল পৌনে চারটায় নগরীর জামালখান ওয়ার্ডের আসকার দীঘির দক্ষিণপাড়ের অস্থায়ী বাজারে মেয়র দুই মাসব্যাপী ‘আপনার আঙ্গিনা পরিষ্কার রাখুন, মডেল সিটি বিনির্মাণে শামিল হোন’ শীর্ষক মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। উপস্থিত ছিলেন কাউন্সিলর হাছান মুরাদ বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোরশেদ আলম, সমাজসেবক মো. সাহাবউদ্দিন, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ প্রমুখ।
এ সময় মেয়র বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করতে সাড়ে চার কোটি টাকার ওষুধ সংগ্রহ করেছি আমরা। ৪১টি ওয়ার্ডে আমরা মশক নিধনের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। চিকুনগুনিয়া খুবই কষ্টকর একটি রোগ। তাই নিরাময়ের চেয়ে প্রতিরোধই উত্তম। এ লক্ষ্যে আমরা নগরবাসীকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। পর্যাপ্ত লিফলেট ছাপানোর নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে মাইকিং শুরু করেছি।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র উল্লেখ করে মেয়র বলেন, এ মুহূর্ত পর্যন্ত চট্টগ্রামে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
