রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় আটজন ৮ জন আহত হয়েছে ফ্রান্সের প্যারিস শহরের অদূরে আভিগো শহরে । দুইজন বন্ধুকধারী প্রকাশ্যে এসময় গুলি করে । পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে । যদিও পুলিশ এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মনে করছে না।
আভিগো শহরের কেন্দ্রে আর রাহমা মসজিদের বাইরে সন্ত্রাসীরা এ হামলা চালায় ।প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, হামলাকারী একজনের হাতে স্টেনগান ও একজনের হাতে রাইফেল ছিল। তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । তাদের ছোড়া গুলিতে আটজন আহত হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। এর মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে।
আহত আটজনের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা বলছে, ঘটনার সময় মুসল্লিরা কেউ মসজিদে ছিল না। সুতরাং মুসল্লিরা হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল না বলেই মনে করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘একটি কালো রঙের রেনল্ট গাড়িতে করে চারজন হামলাকারী এসে হামলা চালায়। তবে এদের মধ্যে শুধুমাত্র পেছনের আসনে যে দুজন বসা ছিল তারাই এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে।’
