প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশে পাঠানোকে দেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন । এর মাধ্যমে দেশ বিশ্ব দরবারে উচ্চ মর্যাদায় পৌঁছেছে বলে মনে করেন তিনি।

শনিবার সকালে একটি অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মুগদায় আন্তর্জাতিক নার্সেস দিবস এবং জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। আবার, নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে। আর সরকার গঠন করে বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করেছে। সেই কাজের ফলেই আমরা বাংলাদেশকে আজকে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছি।’

বাংলাদেশ সময় শনিবার ভোররাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপিত হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটটি এক টুকরো বাংলাদেশকে রেখে আসে তার নিজস্ব কক্ষপথে। এর মধ্যদিয়ে বাংলাদেশের মহাকাশ যাত্রার সূচনা হয়।

মহাকাশে স্যাটেলাইট পাঠানোর তালিকায় বাংলাদেশ ৫৭তম জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতার ধারাবাহিকতা ছিল বলেই এই অর্জন সম্ভব হয়েছে।’

এই স্যাটেলাইটের উপকারিতার কথা জানিয়ে তিনি বলেন, ‘এর মাধ্যমে শুধু যে বিনোদন হবে তা নয়। এটা আমাদের সার্বিকভাবে কাজে লাগবে। বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব। আমাদের শিক্ষা, বিনোদন, চিকিৎসা সেবাসহ এমনকি প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্যাটেলাইটের মাধ্যমে এখন সারা বাংলাদেশে এমনকি প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চল, চরাঞ্চল ও দ্বীপাঞ্চল থেকে শুরু করে সমগ্র অঞ্চলেই এই সেবাটা পৌঁছে দিতে পারব।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031