এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেছেন, প্রয়াত কাজী ইনামুল হক স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করার পর আমৃত্যু নির্যাতন-নিপীড়ন জেল জুলুমের মধ্যে আদর্শ ও নীতিচ্যুত হননি।
তিনি ঝুঁকি নিতে জানতেন। মৃত্যু ভয়কে তুচ্ছ করে তিনি রাজনীতির বীর পুরুষে পরিণত হন। যে কোন মহৎ ও ভাল কাজের জন্য আমাদেরকেও ঝুঁকি নিতে জানতে হবে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির ভাষণে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দানু ভাই রাজনীতিকে ধারণ করেছেন অন্তর থেকেই। তিনি ধন সম্পদের পাহাড় গড়েননি এবং ক্ষমতার অপব্যবহার করেননি। অথচ রাজনীতির মেজাজ এখন পাল্টে যাচ্ছে। যাদের অর্থবিত্ত আছে তারা মন্ত্রী ও সাংসদ হচ্ছেন। এই ট্র্যাডিশন আমারদেরকেই পাল্টে ফেলতে হবে।
আলোচনা সভায় অংশ নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, দানু ভাই নির্লোভ রাজনীতিক ছিলেন। ত্যাগী নেতা কর্মীদের মধ্যে তিনি অন্যতম। তার মধ্যে কোন কাপুরুষতা ছিলো না।
তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলি।যারা দুর্বত্তপনা করছে তাদেরকে আশ্রয়-প্রশ্রয় ইন্ধন না যোগায় তাহলে রাজনীতি পরিশুদ্ধ হবে।মুখে তাদের বিরোধিতা করার পর হীন স্বার্থের জন্য তাদের সাথে আপস কাটা স্ববিবোধিতার নামান্তর। তাই আমাদের এই প্রবণতা পরিহার করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর প্রমুখ
