দিনেশ কার্তিক-হার্দিক পান্ডিয়ারও পরে? এ নিয়েই ম্যাচের পর বেজায় ক্ষিপ্ত শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষ্মণ। মহেন্দ্র সিং ধোনি কেন সাত নম্বর নামবেন? এই তিন কিংবদন্তিই এক সুরে বলেছেন, ধোনিকে পরে নামানোটা ম্যানেজমেন্টের চরম ভুল সিদ্ধান্ত।

শচীন বলেছেন, ‘এ রকম পরিস্থিতিতে যদি পাঁচ নম্বরে অর্থাৎ হার্দিক পান্ডিয়ার জায়গাতেও ধোনিকে আনা যেত, হয়তো অন্য কিছু হত। ব্যাটিং অর্ডার তো পরিস্থিতি অনুযায়ী বদল হয়। সেখানে ধোনি কেন আগে আসবে না?’

লক্ষ্মণ বলেছেন, ‘ধোনি আর কিছুক্ষণ থাকলেই ম্যাচটা অন্য জায়গায় নিয়ে যেত। ওর আরও ১৫-২০ বল বেশি পাওয়া উচিত ছিল। সেটার জন্য আরও আগে নামতে হত। কার্তিকের আগে।’ লক্ষ্মণ এমন প্রশ্নও তোলেন, ‘ধোনি নিজে কেন কোচ রবি শাস্ত্রীকে গিয়ে বলল না, আমি আগে নামতে চাই? যেমন ২০১১ বিশ্বকাপে করেছিল।’

সৌরভ অবশ্য শাস্ত্রীকে গিয়ে ধোনির নিজে থেকে বলাটাকে সমর্থন করছেন না। তিনি বলেছেন, ‘২০১১ আর এখনকার পরিস্থিতি অন্য। ২০১১-তো ধোনি ক্যাপ্টেন ছিল। ওর পক্ষে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ ছিল। আমি ম্যানেজমন্টকে বলব। ওরা কেন ধোনিকে আগে নামানোর সিদ্ধান্ত নেবে না। এটাই তো ওদের কাজ।’

সৌরভ জুড়ে দেন, ‘এই রকম চাপের ম্যাচে, যেখানে উইকেট পড়ে গিয়েছে, সেখানে টিমের সবচেয়ে পরিণত এবং অভিজ্ঞ ব্যাটসম্যানকে কেন আগে নামানো হবে না? যার ব্যাটে দশ হাজারের বেশি রান আছে। তখন তো ম্যাচ ফিনিশ করার ব্যাপার ছিল না। তা হলে ধোনিকে ফিনিশার হিসেবে রেখে দেওয়ার মানে কী? কার্তিকের আগে অবশ্যই ধোনিকে নামানো উচিত ছিল।’

সাফল্য অনেক ভুল-ত্রুটি ঢেকে দেয়। ব্যর্থতা সে সবই সামনে নিয়ে আসে। যেমন হল বুধবার। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত হারল নিউজিল্যান্ডের কাছে। তারপরই সামনে চলে এল সেই চার নম্বরের অঙ্ক। যা এতদিন সাফল্যের আড়ালে চাপে পড়ে ছিল।

চার নম্বর নিয়ে জুয়া খেলাটা ঠিক হচ্ছে না, এটা সব সময়ই বলে আসছিলেন সৌরভ গাঙ্গুলী। বুধবার ম্যাচের পর সেই প্রসঙ্গই আবার টেনে আনেন সাবেক ভারতীয় অধিনায়ক। বলেন, ‘গত দেড় বছর ধরে টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে পরীক্ষা চলেছে। কখনও অম্বাতি রায়াডু, কখনও কেদার যাদব, কখনও দিনেশ কার্তিক! এটা কেন হবে?’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031