তিনজন নিহত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে মাইক্রোবাস উল্টে , আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
নিহতরা হলেন- মনিকা রানী দাশ (৪৫), সোলায়মান (৬০) ও নাসির (৫০)।
এসআই মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে বাগেরহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
