মালিকসহ ও মালিকবিহীন ১২৮টি মামলায় ৩২ কোটি ২০ লক্ষ ১৮ হাজার ৯৫৩ টাকা মুল্যের মাদকদ্রব্য ও চোরাইপণ্য উদ্ধার করেছে, টেকনাফে বিজিবি জওয়ানেরা অক্টোবর ১ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে। চোরাচালান কাজে সম্পৃক্ততার অভিযোগে ৩০ জনকে আটক ও ১২ জনকে পলাতক আসামী করে পৃথক ১২৮টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে সিংহ ভাগই ইয়াবা।
জানা যায় ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি ও ক্যাম্পে দায়িত্বরত জওয়ানেরা অভিযান চালিয়ে ৪৩টি ইয়াবা মামলার বিপরীতে মালিকসহ ৮২ হাজার ৪২০ পিস ইয়াবা বড়ি ও মালিকবিহীন ৯ লক্ষ ২৫ হাজার ৯৫৫ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। মোট ৩০ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা মূল্যমানের ১০ লক্ষ ৮হাজার ৩৭৫ পিস ইয়াবার মামলায় ১৮ জনকে আটক এবং ৪জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়।
এছাড়া আসামী বিহীন ৬টি মামলায় ১ হাজার ৮৪৯ ক্যান বিয়ার, মালিকবিহীন ৭টি মামলায় ৫৩৬ বোতল জাতীয় মদ, দেশীয় চোলাই মদের ৭টি মামলায় ৬৩০ লিটারের বিপরীতে ২ জনকে আটক এবং ২জনকে পলাতক আসামী করা হয়। ৬০ কেজি ১৬ পুরিয়া গাঁজার ৩টি মামলায় ৩ জনকে আটক এবং ১ জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ৮১ বোতল ফেন্সিডিলের ২টি মামলায় ২ জনকে আটক এবং ১ জনকে পলাতক আসামী করা হয়। এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ১৬ লক্ষ ৯৮ হাজার ৪৫০ টাকা।
এছাড়া ১টি পিস্তল উদ্ধারের মামলায় ১জনকে আটক এবং ১জনকে পলাতক আসামী করা হয়। দেশীয় পাইপগান এবং ১রাউন্ড কার্তূজ উদ্ধারের ১টি মামলায় ১জনকে আটক এবং ৩ জনকে পলাতক আসামী করা হয়। অন্যান্য ৫৭টি চোরাচালান মামলায় ৩জনকে আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৭৮ লক্ষ ৮ হাজার ৩ টাকা। তাছাড়া অবৈধ অনুপ্রবেশ করার দায়ে ৬১ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ৩২ জন শিশুকে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। টেকনাফস্থ ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস ব্রিফিংয়ে উক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031