রানা শেখ নামে পাঁচ মামলার এক আসামিকে মাদকসহ আটক করা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে । পৌর এলাকার শিল্পপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডের নিকট থেকে তাকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
রানা শেখ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর গ্রামের আশরাফ আলী ওরফে বাবলু শেখের ছেলে।
গাইবান্ধা ডিবি ওসি মেহেদী হাসান ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে রানা শেখকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫০ ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়াও রানার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।