ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে মানুষ ভালো থাকে বলেছেন। সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হয় না। এই সরকার মেহনতি মানুষের কথা ভেবেই রাষ্ট্র পরিচালনা করছে।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় এ কথা বলেন।
বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর শিববাড়ী জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ সভা হয়।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা যুবলীগ আহবায়ক আজাহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো. রাহাত খান, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাস রকিব, সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রায় পৌনে ৬ বছর ভারতে নির্বাসিত জীবন কাটান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। আর সেই থেকেই বাংলাদেশের ভাগ্যের উন্নয়নে গণতন্ত্র সমুন্নত রেখে দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
