দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের মধ্যে নাভিশ্বাস হয়ে উঠেছে। আজকে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সরকার সেই দিকে কর্ণপাত না করে দমননীতি ও নির্যাতন চালাচ্ছে। চাঁদাবাজি করা ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা কয়েকদিন আগে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মারামারি করেছে। আর সেই ঘটনায় সরকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শনিবার ঢাকার ধামরাইয়ের কালামপুরে ঢাকা জেলা যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদের আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ইফতার মাহফিলের সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ইরফান ইবনে আমান, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম পল প্রমুখ।
