শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এই দাবি করেন। ইন্টারনেটের মাসিক মূল্য সর্বোচ্চ ১০০ টাকা করার দাবি জানিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণ করে দিতে হবে। যার সর্বোচ্চ মাসিক মূল্য হবে ১০০ টাকা। সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন করত হলে ইন্টারনেটের মূল্য কমাতে হবে।

মহিউদ্দিন আহমেদ জানান, দেশে থ্রিজি প্রযুক্তি সম্পন্ন হ্যান্ডসেট ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ৩০ লাখ। ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৬ কোটি ৭২ লাখ। এর মধ্যে মুঠোফোন ভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩১ লাখ। যা মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯৪ শতাংশ।

সংগঠনটির নেতারা বলেন, ২০১৩ সালে দেশের প্রথম থ্রি-জি প্রযুক্তি চালুর মাধ্যমে মুঠোফোন ভিত্তিক ইন্টারনেট চালু হয়। উন্নত বিশ্বে ফাইভজি চালু হলেও আমরা থ্রি-জি প্রযুক্তি আজ অবধি সকলের মাঝে ছড়িয়ে দিতে পারিনি। এজন্য তারা ইন্টারনেটের অতিরিক্ত দাম, সচেতনতার অভাব, দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থা, অপর্যাপ্ত ফাইবার অপটিক্যালসহ সাইবার নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থাকে দায়ী করছেন।

এ খাতের সকল বিশৃঙ্খল অবস্থা দূর করে একটি জনবান্ধব প্রযুক্তি সেবা খাত তৈরি করার জন্য ইন্টারনেটের মূল্য নির্ধারণ করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনের উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আমানুল্লাহ মাহফুজ প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031