কাঁচা পায়খানায় পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহিনা বেগম (৩০) এবং তার ছেলে রাসেল রানা (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলেটি এসএসসি পরীক্ষা দিয়েছিল। কয়েকদিন পরই তার ফলাফল বেরোবে। প্রথমে রাসেলেরই ফোন পড়ে গিয়েছিল পায়খানায়। সেটি তুলতে গিয়ে প্রথমে সে পড়ে গিয়ে মারা যায়। এরপর ছেলেকে উদ্ধার করতে গিয়ে শাহিনা বেগমও পড়ে গিয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।