বাজারে এলো সিঙ্গেল বোর্ড মাইক্রো কম্পিউটার রাস্পবেরি পাইয়ের নতুন একটি মডেল। এর মডেল রাস্পবেরি পাই থ্রি বি প্লাস। এই মডেলটাকে নেটওয়ার্কিংয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে। দুই বছর আগে মডেল থ্রি বি বাজারে আছে। এবার এলো এর নতুন ভার্সন।

বি প্লাসে রয়েছে ১.৪ গিগাহার্জের কোয়াড কোর কর্টেক্স এ৫৩ ৬৪ বিটের ব্রডক্যাম বিসিএম২৮৭৩বি০ প্রসেসর। এই প্রসেসর ব্যবহারের ফলে মাদারবোর্ড আগের চেয়েও কম গরম হবে। ফলে কম্পিউটারটিতে অধিক গতি পাওয়া যাবে।

এই ভার্সনটির প্রধান আকর্ষণ নেটওয়ার্কিং। বি প্লাস মডেলে ডুয়েল ব্যান্ড ৮০২.১১ এসি ওয়াইফাই কানেকটিভিটি রয়েছে। এটি ৫ গিগাহার্জ নেটওয়ার্কিংয়ের জন্য আদর্শ। এতে ব্লুটুথ ৪.২ কানেকভিটি ব্যবহার করা হয়েছে। এটি রেডিও মডিউল এফসিসি নীতিমালা অনুসরণ করে তৈরি করা হয়েছে।  এতে গিগাবাইট ইথারনেট ২.০ ইউএসবি কানেকটিভিটি রয়েছে।

নতুন মডেলের রাস্পবেরি পাই কম্পিউটারের দাম ৩৫ ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৯০৪ টাকা।

দেখুন ভিডিও:

 

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031