‘মুক্তিযুদ্ধ ও  স্বাধীনতার কথা বলে তিনি স্বাধীনতাবিরোধী ও ঘাতকদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের সমাধিতে গেছেন ড. কামাল হোসেনকে বর্ণচোরা আখ্যায়িত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন। সাংবাদিকদের তিরস্কার করেছেন, হুমকি দিয়েছেন এবং তাদের সঙ্গে সন্ত্রাসীর ভাষায় আচরণ করেছেন।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছরে বর্ণচোরা ড. কামালের মুখোশ উন্মোচিত হয়েছে দেশের জনগণের কাছে। আওয়ামী লীগের ভেতর থেকে বাংলাদেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছেন। এবারের নির্বাচনে সব দেশবিরোধী শক্তি বর্ণচোরা ও স্বাধীনতাবিরোধীরা এক হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার, তার ভূমিকা নিয়ে আর কোন সন্দেহ নেই।’

মঙ্গলবার বিকালে নগর ভবন চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কথা বলেন।

ড. কামাল হোসেনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘১৯৭৫ এর পর তিনি কেন বঙ্গবন্ধু হত্যার বিচার চাননি। এখন খালেদা জিয়ার মুক্তি চান। তিনি কাদের লোক এসব আজ পরিষ্কার হয়ে গেছে। ওরা সবাই একই সূত্রে গাঁথা।’

তিনি বলেন, ‘কোন ষড়যন্ত্রই আর কার্যকর হবে না। ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে বাংলাদেশের জনগণ।’
প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু বলেন, ‘আসন্ন সংসদ নির্বাচনে পেট্রল বোমা ও গ্রেনেড হামলাকারী এবং যুদ্ধাপরাধীদের বর্জন করুন এবং তাদেরকে ভোট দিয়ে সংসদকে অবমান করবেন না। তাদের ভোট না দেবার জন্য সকলের প্রতি আহবান জানান।’

মুক্তিযুদ্ধ বিজয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি  সদস্য সচিব প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফজল আহমেদ,  সুজিত কুমার দাশ,  আবৃত্তি সংগঠক রাশেদ হাসান, আ ফ ম মুদাচ্ছের আলী, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031