বুধবার থেকে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে । কিন্তু তার আগে বিভিন্ন আলোচনায় বারবার উঠে আসছে বাংলাদেশের নাম। বাংলাদেশ আর ভারতের পিচ প্রায় একই ধরনের। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হার নিয়ে ভারত সফরে গেছে তারা। তাই ভারতের মাটিতে ইংল্যান্ড কেমন খেলবে তার পূর্বাভাস দিতে অনেকে বাংলাদেশ সফরকে সামনে আনছেন। মিরপুর টেস্টে ইংল্যান্ডকে হারানোর পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিওফ্রে বয়কট। তখন তিনি বাংলাদেশের প্রশংসা করলেও দেশের বাইরে গিয়ে নিজেদের প্রমাণ করতে চ্যালেঞ্জ ছোড়েন টাইগারদের দিকে। ইংল্যান্ডের কিংবদন্তি এ ক্রিকেটার এখন ভারতে। ভারত-ইংল্যান্ড সিরিজে সংবামাধ্যম বিবিসি’র ধারাভাষ্য দলের সদস্য তিনি। ভারত-ইংল্যান্ড সিরিজনিয়ে আলোচনা করতে গিয়ে তিনি ফের বাংলাদেশ প্রসঙ্গ সামনে আনলেন। আর সেখানে বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন। মিরাজ একজন অলরাউন্ডার হলেও ইংলিশরা শুধু তার বোলিংয়ে ঘায়েল হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে অভিষেকেই সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের এ ক্রিকেটার। প্রথমেই বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হার নিয়ে কথা বলেন বয়কট। এই হারে তিনি মোটেও অবাক নন বলে জানালেন। বলেন, ‘ইংল্যান্ডের ওই টেস্ট হারা উচিৎ হয়নি। কিন্তু বাংলাদেশের বিবেচনায় সীমিত ওভারের ক্রিকেটে তারা সম্প্রতি দারুণ করছে। তাদের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। সুতরাং এই হারটা অসম্ভব কিছু নয়।’ আর মিরাজকে নিয়ে বলেন, ‘বাংলাদেশ দারুণ একজন উইকেট শিকারী বোলার পেয়েছে। মেহেদি যদি এই বিস্ময় জারি রাখে তাহলে এটা ক্রিকেটের জন্যই মঙ্গল। তার মতো এমন প্রতিভাবান ক্রিকেটার আমাদের প্রয়োজন।’ ভারতের মাটিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ভাল কাজে দিবে বলে মনে করেন বয়কট। বলেন, ‘ইংল্যান্ড বাংলাদেশে ভাল সময় কাটিয়েছে। সুতরাং ভারতের তাদের মানিয়ে নিতে কষ্ট হবে না। বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ভারতে ইংল্যান্ডের কাজে দিবে। এছাড়া রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ইনজুরিও ইংল্যান্ডের উপকার দিবে।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
