মুমিনুল হক ব্যাটিংয়ের খারাপ সময় কাটিয়ে উঠতে টেস্ট অধিনায়কত্ব করতে চান না । বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সভার পর মুমিনুল জানিয়েছেন, তিনি আর টেস্ট অধিনায়কত্ব করতে চান না। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।
ব্যাট হাতে খারাপ সময় পার করছেন মুমিনুল। শেষ সাত ইনিংসে ৩.৪৩ গড়ে মোট ২৪ রান করেছেন। সর্বোচ্চ শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে ৯। অধিনায়কের মতো দলের পারফরম্যান্সও নাজুক। শেষ চার টেস্টে নেই কোনো জয়, ড্র একটি। সবশেষ দেশের মাটিতে শ্রীলংকার কাছে সিরিজ হারার পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন মুমিনুল হক। অধিনায়কত্বের বাড়তি চাপ তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কিনা- এ নিয়েও উঠছে প্রশ্ন।
অধিনায়ক এ বিষয়ে কখনই তা স্বীকার করছেন না। বরং তিনি বলেছেন, ‘আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তিত নই।’
গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, অধিনায়কত্ব অবশ্য বাড়তি একটা চাপ। তিনি বলেন, অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না, তখন কারও পরামর্শ চাইতে হয়তো ইতস্ততবোধ করছে। একটা হীনম্মন্যতা থাকতে পারে। তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে। ব্যাটিংয়ে এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয়র তা সিদ্ধান্ত নেওয়া উচিত। মুমিনুলের সঙ্গে শুধু আমরাই না, সভাপতি বসবেন। উনি বসেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। তার সঙ্গে হয়তো আরেকটু কথা বলা বাকি আছে।আসার পর বসবেন। উনি দেশের বাইরে বলে এ সময়ে সম্ভব হচ্ছে না।
বিস্তারিত আসছে…
