পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযানের পর পালিয়ে থাকা মুরাদ তার আসবাবপত্র নিতে রূপনগরের বাসায় এলে খবর পেয়ে বাসায় অভিযানে আসেন পুলিশ সদস্যরা। রাজধানীর মিরপুরের রূপনগরে ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় অভিযানে জঙ্গি মেজর মুরাদের হামলায় আহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা। পরে পুলিশের পাল্টা হামলায় নিহত হন নিউ জেএমবির সামরিক শাখার প্রধান মেজর মুরাদ ওরফে জাহাঙ্গির। শুক্রবার রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত চলে এই অভিযান।

এসময় দরজা খুলে ভেতরে ঢুকতেই পুলিশের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন মেজর মুরাদ। তার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম, উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান ও পরিদর্শক তদন্ত শাহীন ফকির। শাহীন ফকিরের তলপেটেও গুলি লেগেছে।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ‘এসবি’ প্রধান ও এআইজি জাভেদ পাটোয়ারী জানান, নিহত মুরাদ ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি গুলশান হামলাকারী নিবরাসসহ অন্য জঙ্গিদের বোমা বানানো ও হামলা করার কৌশল নিয়ে প্রশিক্ষণ দিতেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031